আমরা তোমাদের ভুলব না!
শহীদুল ইসলাম
পিতার নাম: মো: রফিকুল ইসলাম
মাতার নাম: শামছুন নাহার
পেশা: ব্যবসায়ী
জন্ম গ্রহণ করেন: July 10, 1987
আহত হন: Aug. 3, 2024
ঘটনা সংঘটনের স্থান: বহদ্দারহাট,চট্টগ্রাম।
আহত হওয়ার ধরন: gun shot death
যার আঘাতে শাহাদাত বরণ করেন (খুনী): পুলিশ,ছাত্রলীগ
শাহাদাত বরণ করেন: Aug. 4, 2024
শাহাদাতের সময় বয়স ছিল: 37 বছর।
সংক্ষিপ্ত জীবনী: শহীদুল ইসলাম ১৯৮৭ সালে ১০ই জুলাই চট্টগ্রামের চকবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ৩রা আগস্ট আন্দোলনের সময় তিনি সাধারণ পথচারী ছিলেন। বহদ্দারহাট বাজার থেকে তিনি বাজার করে ফিরছিলেন। রাস্তা পার হচ্ছিলেন এমন সময়ে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। কয়েকটি বুলেট তাঁর হাতে অনেকগুলো ক্ষত সৃষ্টি করে,আর প্যালেট গানের বুলেটগুলো ঝাঝড়া করে দেয় তাঁর বুকের নিচের অংশ। পুরো পেটজুড়ে জমে থাকে পিতলের অসংখ্য বুলেট। আহত হওয়ার পর তাঁকে চমেক হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো হয় এবং তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন ৪ তারিখে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ তা'আলা তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁকে হারিয়ে তাঁর পরিবার তীব্র পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ তা'আলা তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন।
থাকতেন: রসূলবাগ আ/এ,চকবাজার,বাকলিয়া,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: রসূলবাগ আ/এ,চকবাজার,বাকলিয়া,চট্টগ্রাম।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"