আমরা তোমাদের ভুলব না!
মো: ফারুক
পিতার নাম: দুলাল
মাতার নাম: মৃত শানুফা বেগম
পেশা: শ্রমিক
জন্ম গ্রহণ করেন: April 30, 1989
আহত হন: July 16, 2024
ঘটনা সংঘটনের স্থান: মুরাদপুর,চট্টগ্রাম
আহত হওয়ার ধরন: Gun shot death
যার আঘাতে শাহাদাত বরণ করেন (খুনী): পুলিশ,আওয়ামী লীগ
শাহাদাত বরণ করেন: July 16, 2024
শাহাদাতের সময় বয়স ছিল: 35 বছর।
সংক্ষিপ্ত জীবনী: মো: ফারুক ১৯৮৯ সালের ৩০শে এপ্রিল কুমিল্লা জেলার চান্দিনা থানায় জন্মগ্রহণ করেন। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে পড়াশোনা করতে পারেননি। ছোটবেলা থেকেই কাজ করে তাঁর মা-বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করতেন। ২০১০ সালে তিনি বিবাহ করে সস্ত্রীক চট্টগ্রাম চলে আসেন। চট্টগ্রামের মুরাদপুরে শাহজালাল ফার্নিচার নামে একটি দোকানে কাজ করতেন তিনি। তিনি ১৬ই জুলাই তারিখে দোকানে অবস্থান করছিলেন। বিকাল ৪ টার দিকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য বের হলে পুলিশের গুলি এসে তাঁর বুকের বাম পাশে লাগে। তারপর তাঁকে চমেক হাসপাতালে নেয়া হয় এবং সেখানে বিকাল ৫ টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনিই তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন। বর্তমানে তাঁর পরিবারে তাঁর স্ত্রী ও দুই সন্তান খুবই সংকটাপন্ন অবস্থায় দিনাতিপাত করছে। মুসলিমরা ভাইবোনেরা শহীদদের জন্য এক বার সূরা ফাতিহা ও তিন বার সূরা ইখলাস পড়তে পারি। যা তাদের জন্য সর্বোত্তম সাহায্য হবে ইং শা আল্লাহ।
থাকতেন: আকবরের বাড়ি,টাংকির পাহাড়,লালখান বাজার,খুলশী,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: আকবরের বাড়ি,টাংকির পাহাড়,লালখান বাজার,খুলশী,চট্টগ্রাম।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"