RED JULY

আমরা তোমাদের ভুলব না!

মোঃ মারুফ হোসেন।

পিতার নাম: মোঃ শরিফুল ইসলাম।
মাতার নাম: মোছাঃ ময়না খাতুন।
পেশা: ছাত্র।

জন্ম গ্রহণ করেন: Oct. 15, 2004
আহত হন: July 19, 2024
ঘটনা সংঘটনের স্থান: রামপুরা, বনশ্রী, ঢাকা
আহত হওয়ার ধরন: বুলেট !
যার আঘাতে শাহাদাত বরণ করেন (খুনী): বাংলাদেশ বর্ডার গার্ড।
শাহাদাত বরণ করেন: July 19, 2024
শাহাদাতের সময় বয়স ছিল: 19 বছর।

সংক্ষিপ্ত জীবনী: শহীদ মারুফ হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার নিম্নবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।শহীদ মারুফ হোসেন তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন।খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করে তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট-এ ভর্তি হন।ডিপ্লোমা কোর্সের ইন্টার্নিশিপ করতে তিনি ঢাকার রামপুরা,বনশ্রী এলাকায় থাকতেন।গত ১৯/০৭/২০২৪ ইং তারিখে জুম্মার নামাজ পড়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তিনি তার বন্ধুদের সাথে আন্দোলনে যোগ দেন।আন্দোলনরত অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ড এর গাড়ি থেকে ছোঁড়া বুলেটের আঘাতে আহত হয়ে অল্পসময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন শহীদ মারুফ। মৃত্যুর পর তার মরদেহ নিকটস্থ একটা প্রাইভেট ক্লিনিকে নেয় তার বন্ধুরা।পরবর্তীতে ২০/০৭/২০২৪ইং তারিখে 'খোকসা কেন্দ্রীয় গোরস্থানে' শহীদের মরদেহ দাফন করা হয়।
থাকতেন: খোকসা থানাপাড়া,জানিপুর(৭০২০),ওয়ার্ড-৬ খোকসা পৌরসভা,খোকসা,কুষ্টিয়া, খুলনা বিভাগ।
স্থায়ী ঠিকানা: খোকসা থানাপাড়া,জানিপুর(৭০২০),ওয়ার্ড-৬ খোকসা পৌরসভা,খোকসা,কুষ্টিয়া, খুলনা বিভাগ।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"