সিনান ইবনে হাকিম
পিতার নাম: মোহাম্মদ লোকমান হাকিম
মাতার নাম: রেশমিন বিনতে আবেদীন
পেশা: শিক্ষার্থী
জন্ম গ্রহণ করেন: April 17, 2007
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: কাচারী রোডের সামনে,হাটহাজারী, চট্টগ্রাম
হাতিয়ার: বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: হাতের তালু
আহত হওয়ার সময় বয়স ছিল: 17 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: সিনান ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পর বিকালবেলা হাটহাজারীতে আনন্দ মিছিলে যোগ দেন। এসময় কিছু লোক থানায় পাথর ছুঁড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখনই পুলিশ কাচারী রোডের সামনে মিছিলরত মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় এবং অনেকেই আহত হয়। এ সময় একটি বুলেট এসে সিনানের ডান হাতের তালুতে লেগে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। পথচারীরা তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কয়েকটি হাসপাতালে দফায় দফায় তাঁর চিকিৎসা হয়। তাঁকে চট্টগ্রামের অন্যতম ব্যয়বহুল হাসপাতাল 'ইবনে সিনা হাসপাতাল'-এ চিকিৎসা দেয়া হয়।
সংক্ষিপ্ত জীবনী: সিনান ২০০৭ সালের ১৭ই এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তিনি বর্তমানে হাটহাজারী সরকারী কলেজে ২য় বর্ষে অধ্যয়নরত আছেন। তিনি স্কুল জীবনে স্কাউট টিমের সদস্য ছিলেন। বড় ভাই-বোনদের ওপর স্বৈরাচারের নির্মম নির্যাতন দেখে আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনের ঐক্য বজায় রাখতে সাহায্য করেন।
থাকতেন: হাজী ইউনুস সাহেবের বাড়ী,নাজির পাড়া,দেওয়ান নগর,হাটহাজারী,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: হাজী ইউনুস সাহেবের বাড়ী,নাজির পাড়া,দেওয়ান নগর,হাটহাজারী,চট্টগ্রাম।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"