মোহাম্মদ নয়ন চৌধুরী
পিতার নাম: মোহাম্মদ সেলিম চৌধুরী
মাতার নাম: রোকেয়া বেগম
পেশা: চাকুরীজীবী
জন্ম গ্রহণ করেন: Oct. 11, 1997
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: দলইনগর বাসস্ট্যান্ড,রাউজান
হাতিয়ার: দেশীয় অস্ত্র
আক্রমণকারী (সন্ত্রাসী): পুলিশ-ছাত্রলীগ
শরীরে আঘাত পেয়েছেন: পেট আর পুরো শরীর
আহত হওয়ার সময় বয়স ছিল: 26 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: নয়ন যে দোকানে চাকরী করতেন সেটি ছিল চট্টগ্রামের দলইনগর বাসস্ট্যান্ডের পাশে। ৫ই আগস্ট সরকার পতনের আগ মুহূর্তে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা এক পর্যায়ে দোকানপাট ভাংচুর করে। ভাংচুরকারীদের বাঁধা দিতে গেলে তারা তাঁকে বেধড়ক মারধর করে। পুলিশও তাঁকে পেটায়। এ সময় মহল্লার কয়েকজন লোক তাঁকে তাদের নির্যাতন থেকে ছাড়িয়ে নেয়। এরপর তিনি শরীরের আঘাত কতটা গুরুতর তা বুঝতে না পেরে বাসায় চলে যান। পরবর্তীতে শরীর খারাপ হলে তিনি নিকটস্থ ফার্মেসিতে চিকিৎসার জন্য যান। সেখানে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি চমেক হাসপাতালে ভর্তি হন। সেখানে এক্স-র এর রিপোর্ট অনুযায়ী দ্রুত অপারেশন করতে হয় তাঁকে।
সংক্ষিপ্ত জীবনী: মোহাম্মদ নয়ন চৌধুরী ১৯৯৭ সালের ১১ই অক্টোবর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরিবারের বড় ছেলে হওয়াতে রুজির তাগিদে মেটেরিয়ালের দোকানে চাকরি করতেন। ২০২০ সালে তাঁর বাবাকে হারান। পরে পরিবারের দায়িত্ব আরোও বেড়ে যায়।
থাকতেন: শরফ আলী চৌধুরী বাড়ি,লেলাংগাড়া,বিনাজুরী,রাউজান,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: শরফ আলী চৌধুরী বাড়ি,লেলাংগাড়া,বিনাজুরী,রাউজান,চট্টগ্রাম।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"