RED JULY

মো. তালহা

পিতার নাম: খন্দকার আশরাফ
মাতার নাম: কোহিনূর
পেশা: Student

জন্ম গ্রহণ করেন: June 14, 2006
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: মদের ঘরের মোড়, টাংগাইল সদর
হাতিয়ার: বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: পা। বাম পায়ের এক আংগুল ও এক পাশ কেটে ফেলা হয়েছে।
আহত হওয়ার সময় বয়স ছিল: 18 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ০৫ আগস্ট বিজয় মিছিলে যাওয়ার পর বিকেল ৪টার পর পুলিশ মিছিলে গুলি চালায়। মো. তালহা মিছিলের প্রথম সাড়িতে ছিলেন।গোলাগুলির এক পর্যায় তালহা দৌড়ে একটি ভবনে আশ্রয় নিতে যান। পুলিশ ও তার পিছু পিছু যায় এবং গুলি চালান। গুলিটি তার বাম পায়ের আংগুলে লাগে এবং সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ মো. তালহা কে বুকেও গুলি করার প্রস্তুতি নেন কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে পুলিশ আর গুলি চালাতে পারেন না।
সংক্ষিপ্ত জীবনী: মো. তালহা পিতামাতার বড় সন্তান। তার ছোট একটি বোন রয়েছে। তার পিতা তার ৩ বছর বয়সে সংসার ত্যাগ করে অন্যত্র চলে যান। তার মা মানুষের বাসায় কাজ করে সংসার চালান ও তাদের দুই ভাইবোন কে পড়ালেখা করান।
থাকতেন: বেরাবুসনা সবুজবাগ, টাংগাইল।
স্থায়ী ঠিকানা: বেরাবুসনা সবুজবাগ, টাংগাইল।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"