মো: সাইম
পিতার নাম: মো: সিরাজ
মাতার নাম: রাশেদা আক্তার
পেশা: শিক্ষার্থী,চাকুরীজীবী
জন্ম গ্রহণ করেন: Sept. 26, 2005
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: বাসস্ট্যান্ড মোড়,হাটহাজারী।
হাতিয়ার: বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: ডান পা
আহত হওয়ার সময় বয়স ছিল: 18 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: মো: সাইম ৫ই আগস্ট বিকাল ৩টা থেকে শান্তিপূর্ণ বিজয় মিছিলে যোগদান করেন। পরে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু লোক থানায় হালমা করে,ফলে পুলিশ গুলি চালায়। ফলে একটি বুলেট তাঁর ডান পা ভেদ করে চলে যায়। তৎক্ষনাৎ তিনি মাটিতে পড়ে যান এবং প্রচুর রক্তপাত হয়। পথচারীরা তাঁকে একটি বাসায় নিয়ে গেলে তারা তাঁকে এক গ্লাস পানিও দিবে না বলে তাড়িয়ে দেয়। তারপর তাঁকে আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তারা তাঁকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে ১২ দিন পর তাঁর অপারেশন হয়। অপারেশনটি সফল হয়নি। তারপর তাঁকে সার্জিস্কোপ হাসপাতালে নেয়া হয় এবং বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসায় প্রায় দেড় লাখ টাকা খরচ হয় যা সম্পুর্ণ ঋণ ওপর দাড়িয়ে করা।
সংক্ষিপ্ত জীবনী: মো: সাইম ২০০৫ সালের ২৬শে সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০২১ সালে ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এবং ২০২৩ সালে হাটহাজারী সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পাশাপাশি পরিবারের সাহায্যের লক্ষ্যে তিনি ছোট একটি চাকরী করতেন। তিনি ৭ হাজার টাকার কাছাকাছি আয় করতেন। এখন সেটিও বন্ধ। তাঁর পরিবারে বর্তমানে পাঁচজন সদস্য রয়েছে। পরিবার চালাতেন তাঁর বাবা। তিনি সোস্যাল ইসলামি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাজ করেন। তাঁর পরিবার বর্তমানে তাঁর চিকিৎসা খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তাঁর চিকিৎসা এখনো বাকি রয়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া প্রয়োজন।
থাকতেন: বুধা গাজী বাড়ী,রূহুল্লাহপুর,রহিমপুর-৪৩৩০,মেখল,হাটহাজারী, চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: বুধা গাজী বাড়ী,রূহুল্লাহপুর,রহিমপুর-৪৩৩০,মেখল,হাটহাজারী, চট্টগ্রাম।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"