RED JULY

মো: তামিম

পিতার নাম: মো: আবু তাহের
মাতার নাম: এমরাজ বেগম
পেশা: চাকুরীজীবী

জন্ম গ্রহণ করেন: Aug. 27, 2005
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: মুরগী হাটের সামনে,হাটহাজারী।
হাতিয়ার: বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: ডান পা
আহত হওয়ার সময় বয়স ছিল: 18 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ৫ই আগস্ট বিকাল চারটার দিকে মো: তামিম বিজয় মিছিলে যোগদান করেন। কিছু লোকের বিশৃঙ্খল আচরণের প্রতিক্রিয়া হিসেবে পুলিশ গুলি চালায়। তাঁর ডান পায়ে পুলিশের ছোড়া একটি গুলি লাগে। তখন পথচারীরা তাঁকে হাটহাজারী আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাঁকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় শরীর থেকে বুলেট বের করতে ৬ দিন সময় লাগে। তাঁর মা স্বর্ণ বন্ধক রেখে চিকিৎসার খরচ যোগান।
সংক্ষিপ্ত জীবনী: মো: তামিম ২০০৫ সালের ২৭শে আগস্ট চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। মাত্র ১১ বছর বয়সে বাবাকে হারান। পরিবারের দায়িত্ব চলে আসায় তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। হাটহাজারীতে একটি বাইকের পার্টসের দোকানে চাকরি করেন। তিনি মাত্র ৫০০০ টাকা বেতনে চাকরি করেন। যা দিয়ে পরিবার চালানো অনেক কঠিন হয়ে পড়ে।
থাকতেন: চন্দ্রপুর,মধ্য পাহাড়তলী,হাটহাজারী,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: চন্দ্রপুর,মধ্য পাহাড়তলী,হাটহাজারী,চট্টগ্রাম।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"