RED JULY

মো: আব্দুল হালিম

পিতার নাম: মো:আব্দুল বারিক
মাতার নাম: আনোয়ারা বেগম
পেশা: কৃষিকাজ

জন্ম গ্রহণ করেন: June 27, 1972
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: কাচারী রোডে সামনে,হাটহাজারী,চট্টগ্রাম।
হাতিয়ার: বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: পা
আহত হওয়ার সময় বয়স ছিল: 52 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: মো: আব্দুল হালিম ৫ই আগস্ট তারিখে আসরের নামাজ পড়ে বিজয় মিছিল নিয়ে চট্টগ্রামের হাটহাজারী বাজারের দিকে যান। সেখানে কিছু লোক থানায় ইট ছুরলে পুলিশ গুলি চালায়। তখন একটি গুলি তাঁর হাঁটুর উপরে একদিকে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যায়। এরপর তাঁকে আলিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা তাঁকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন এবং সেখানেই তাঁর অপারেশন হয়।
সংক্ষিপ্ত জীবনী: মো: আব্দুল হালিম ১৯৭২ সালের ২৭শে জুন চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। তিনি দারিদ্র্যের কারণে পড়াশোনার সুযোগ পাননি। তিনি ছোটবেলা থেকে কৃষি কাজ করতেন। আহত হওয়ার আগেও তিনি মাসে প্রায় ১৫ হাজার টাকা আয় করতেন। পুরো পরিবারের দায়িত্ব তাঁর ওপরই। ২০২২ সালে তিনি স্ত্রীকে হারান। তাঁর চার সন্তান আছে। তিনি বলেন,আহত এবং শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মান দেয়া হয়।
থাকতেন: ফজল আলী তালুকদার বাড়ী,পশ্চিম দেওয়ান নগর,হাটহাজারী,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: ফজল আলী তালুকদার বাড়ী,পশ্চিম দেওয়ান নগর,হাটহাজারী,চট্টগ্রাম।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"