RED JULY

রনি সরকার

পিতার নাম: দুলাল সরকার
মাতার নাম: সাগরিকা সরকার
পেশা: শ্রমিক

জন্ম গ্রহণ করেন: Dec. 23, 1989
আহত হন: Aug. 4, 2024
ঘটনা সংঘটনের স্থান: নিউমার্কেট মোড়,চট্টগ্রাম।
হাতিয়ার: বুলেট,দেশীয় অস্ত্র
আক্রমণকারী (সন্ত্রাসী): আওয়ামী লীগ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: পুরো শরীর,মাথার পেছনে বুলেট
আহত হওয়ার সময় বয়স ছিল: 34 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: রনি সরকার ৪ঠা আগস্ট চট্টগ্রামের জজ কোর্ট থেকে কাজ শেষে বিকালবেলা নিউমার্কেটের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁর পুরো শরীর আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যায় এবং মাথায় একটি বুলেট এসে লাগে। পরে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। তবে পরিপূর্ণ সুস্থ হননি এখনো। বিশ্রামে আছেন নিজের ঘরে।
সংক্ষিপ্ত জীবনী: রনি সরকার ১৯৮৯ সালে ২৩ই ডিসেম্বর চট্টগ্রাম জেলার পাহাড়তলী জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম ভিক্টোরিয়া স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। তারপর তিনি উমর গণি এমইএস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি চট্টগ্রাম জজ কোর্টে শ্রমিক হিসেবে কাজ করেন। ২০২৪ সালের ১৯শে মার্চ তাঁর মা ইন্তেকাল করেন। এখন তাঁর পরিবারে তিনি একাই জীবিত আছেন। অসুস্থ অবস্থায় তাঁর দেখাশোনা করেন তাঁর খালা।
থাকতেন: নতুন মনসুরাবাদ,ফিরোজশাহ,পাহাড়তলী,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: নতুন মনসুরাবাদ,ফিরোজশাহ,পাহাড়তলী,চট্টগ্রাম।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"