RED JULY

রিফাত আহমেদ

পিতার নাম: রিয়াজ আহমেদ
মাতার নাম: কোহিনুর আকতার
পেশা: শিক্ষার্থী,চাকুরীজীবী

জন্ম গ্রহণ করেন: May 14, 1993
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: নিউমার্কেট মোড়,চট্টগ্রাম।
হাতিয়ার: বুলেট,দেশীয় অস্ত্র
আক্রমণকারী (সন্ত্রাসী): আওয়ামী লীগ
শরীরে আঘাত পেয়েছেন: পুরো শরীর
আহত হওয়ার সময় বয়স ছিল: 31 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: রিফাত আহমেদ ৪ঠা আগস্ট রাতে গোশতের বাজারে গোশত কিনতে গেলে কিছু হেলমেট বাহিনী তাঁকে ঘেরাও করে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় তাঁর মোবাইল থেকে তাঁর বাসায় ফোন করে তাঁর মাকে হুমকি দেয়, 'দশ মিনিট সময় আছে,এর মধ্যে তোর ছেলেকে পারলে বাঁচা!' এরপর তাঁর বোনেরা তাঁকে বাঁচাতে গেলে তাদের হেনস্তা করে। রক্তাক্ত অবস্থায় তাঁর বোনেরা তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যায় এবং তাঁর অবস্থা এতই গুরুতর ছিল যে, তা দেখে ডাক্তাররাও আতঙ্কিত হয়।
সংক্ষিপ্ত জীবনী: রিফাত আহমেদ ১৯৯৩ সালের ১৪ই মে তারিখে চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানায় জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন ৯ম শ্রেণিতেই সমাপ্ত হয়। তারপর তিনি চাকরিতে যোগ দেন। তিনি ২০২১ সালে বিবাহ করেন। বর্তমানে তাঁর একটি কন্যা সন্তান রয়েছে। আহত হওয়ার পূর্বে তাঁর মাসিক আয় ছিল ১০,০০০ টাকা,কিন্তু বর্তমানে তাঁর আয় শুন্যের কোটায়। তিনি আহত হওয়ার এক সপ্তাহ আগে তাঁর পিতা ইন্তেকাল করেন। তিনি পিতাকে হারানোর পরও আন্দোলনে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যান।
থাকতেন: কলিম উল্লাহ মাস্টার বাড়ী,জুবলী রোড,এনায়েত বাজার,কোতোয়ালী,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: কলিম উল্লাহ মাস্টার বাড়ী,জুবলী রোড,এনায়েত বাজার,কোতোয়ালী,চট্টগ্রাম।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"