RED JULY

মো: আমজাদ হোসেন

পিতার নাম: ওসমান গণি
মাতার নাম: জাকিয়া খাতুন
পেশা: ব্যবসায়ী

জন্ম গ্রহণ করেন: Jan. 1, 1998
আহত হন: July 17, 2024
ঘটনা সংঘটনের স্থান: মুরাদপুর,চট্টগ্রাম
হাতিয়ার: দেশীয় অস্ত্র,বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): ছাত্রলীগ,পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: মাথা,কাঁধ,হাত,উরু
আহত হওয়ার সময় বয়স ছিল: 26 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: আমজাদ হোসেন ১৭ই জুলাই বেলা সাড়ে তিনটার দিকে মুরাদপুরে ছাত্রদের সাথে শান্তিপূর্ণ অবস্থান নেন। তখন বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে পাথর নিক্ষেপ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তাই তারাও পাল্টা পাথর নিক্ষেপ করে। তখন আন্দোলন ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগের গুন্ডারা তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। যার ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়ে যায়। তারা তাঁর মোবাইল নিয়ে নেয় এবং অকার্যকর করে দেয়। তাঁর একজন সাথী তাঁকে উদ্ধার করে তাঁর বাসায় নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসা নেন।
সংক্ষিপ্ত জীবনী: আমজাদ হোসেন ১৯৯৮ সালের পহেলা জানুয়ারি নোয়াখালী জেলায় জন্ম গ্রহণ করেন। পরিবারের আর্থিক সংকটের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেননি। জীবিকার প্রয়োজনে তিনি দীর্ঘদিন শ্রমজীবী ছিলেন। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। যেহেতু পরিবারে উপার্জনকারী ছিলেন তিনি,তাই তাঁর অসুস্থ অবস্থায় চিকিৎসা খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে তাঁর পরিবারকে।
থাকতেন: আব্দুল লতীফ হাটখোলা,পূর্ব বাকলিয়া,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: শূন্যচর,হাতিয়া,নোয়াখালী।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"