মো: মনির উদ্দিন
পিতার নাম: মো: ইব্রাহিম
মাতার নাম: পিয়ারা বেগম
পেশা: ব্যবসায়ী
জন্ম গ্রহণ করেন: Jan. 1, 1987
আহত হন: July 17, 2024
ঘটনা সংঘটনের স্থান: মুরাদপুর,চট্টগ্রাম
হাতিয়ার: বুলেট,বাঁশ,লাঠি
আক্রমণকারী (সন্ত্রাসী): ছাত্রলীগ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: পুরো শরীর,চোখের উপরে বুলেট
আহত হওয়ার সময় বয়স ছিল: 37 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: মনির উদ্দীন ১৭ই জুলাই বেলা সাড়ে তিনটার দিকে মুরাদপুরে ছাত্রদের সাথে শান্তিপূর্ণ অবস্থান নেন। তখন বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে পাথর নিক্ষেপ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তাই তারাও পাল্টা পাথর নিক্ষেপ করে। তখন আন্দোলন ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগের গুন্ডারা তাঁকে বাঁশ আর লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তারা তাঁর মোবাইল নিয়ে নেয় এবং অকার্যকর করে দেয়। তাঁর একজন সাথী তাঁকে উদ্ধার করে তাঁর বাসায় নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসা নেন। উল্লেখ্য, তাঁর মোবাইল নিয়ে নেয়ার ফলে তাঁর আহতের ছবি দেয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত জীবনী: মনির উদ্দীন ১৯৮৭ সালের পহেলা জানুয়ারি নোয়াখালি জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন দ্বিতীয় শ্রেণি পর্যন্তই ছিল। তারপর তিনি কিছুদিন কৃষি কাজ করেছেন। পরে বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করেছেন। ২০০৯ সালে রোজগারের উদ্দেশ্যে চট্টগ্রামে চলে আসেন। তাঁর পরিবারের তাঁর স্ত্রীসহ চার সন্তান রয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাঁর একটি ছোট চায়ের দোকান আছে।
থাকতেন: আব্দুল লতিফ হাটখোলা,পূর্ব বাকলিয়া,কালামিয়া বাজার,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: উত্তর রেহানিয়া,সূর্যমুখী,হাতিয়া,নোয়াখালী
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"