মো: কফিল উদ্দীন
পিতার নাম: মৃত জেবল হোসেন
মাতার নাম: মুছাম্মদ শাহজাহান বেগম
পেশা: চাকুরিজীবী
জন্ম গ্রহণ করেন: Jan. 15, 1994
আহত হন: Aug. 4, 2024
ঘটনা সংঘটনের স্থান: নিউমার্কেট চত্বর,চট্টগ্রাম
হাতিয়ার: pellet gun
আক্রমণকারী (সন্ত্রাসী): ছাত্রলীগ,আওয়ামী লীগ
শরীরে আঘাত পেয়েছেন: হাত এবং পা
আহত হওয়ার সময় বয়স ছিল: 30 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ৪ঠা আগস্ট সকাল ১১ টার দিকে তিনি ছাত্রদের সাথে শান্তিপূর্ণ অবস্থান করেন নিউমার্কেট চত্বরে। হঠাৎ ছাত্রলীগ এসে ধাওয়া দেয়। তখন তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগ পুলিশের সহায়তায় অতর্কিত হামলা চালায়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিলো। এমতাবস্থায় হাতে গুলি এসে লাগে তাঁর। সন্ত্রাসী ছাত্রলীগ তাঁর শরীরে লোহা দ্বারা আঘাত করে। চমেক হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসায় অবহেলা করে। সেখানেও ছাত্রলীগ হামলা করে। পরে তাঁকে মা ও শিশু হাসপাতালে নেয়া হয়।
সংক্ষিপ্ত জীবনী: তিনি ১৯৯৪ সালের ১৫ই জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি তৈলার দ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেন। তিনি থাই এল্যুমিনিয়ামের শ্রমিক হিসেবে কাজ করতেন। যেটা দিয়ে পরিবার চলে অথচ তার ২ মাস যাবৎ কোনো কাজই নেই। আর চিকিৎসা খরচ লাখের ওপরে। এখনো তিনি পরিপূর্ণ সুস্থ হননি। তিনি শুরু থেকেই আন্দোলনে ছিলেন।
থাকতেন: পাথরঘাটা ৪ নং নজুমিয়া লাইন,কোতোয়ালি,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: মধ্যম বারখাইন,আনোয়ারা,চট্টগ্রাম।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"