মো:সামিবুল হাসান
পিতার নাম: মো: আলী আক্কাস
মাতার নাম: শহর বানু
পেশা: শিক্ষার্থী
জন্ম গ্রহণ করেন: March 3, 2004
আহত হন: Aug. 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: দামপাড়া পুলিশ লাইনস্ এর সামনে
হাতিয়ার: বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 27
শরীরে আঘাত পেয়েছেন: পুরো শরীর
আহত হওয়ার সময় বয়স ছিল: 20 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ৫ই আগস্ট বিজয় মিছিলের সাথে দামপাড়া পুলিশ লাইনের ভিতরে শেখ মুজিবের মূর্তি ভাঙার পর বাইরে অবস্থান করেন। এ সময় দ্বিতীয় আরেকটি দল উশৃংখল আচরণ করলে পুলিশ গুলি ছুড়তে থাকে। তখন তাঁর পুরো শরীরে অনেকগুলো বুলেট লাগে।
সংক্ষিপ্ত জীবনী: সামিবুল হাসান ২০০৪ সালের ৩রা মার্চ জন্মগ্রহণ করেন। নাসিরাবাদ সি এন্ড বি কলোনী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ষোলশহর পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামুলক কাজে নিয়জিত আছেন। বর্তমানে তাঁর পরিবারের অবস্থা খুবই সংকটময়।
থাকতেন: আল ফালাহ হাউজিং সোসাইটি,২ নং গেইট,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: মহানগর,নারায়ণহাট,ভুজপুর,চট্টগ্রাম।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"