মো: মেহেরাজ হোসেন
পিতার নাম: মো: দেলোয়ার হোসেন
মাতার নাম: আনজুম আরা বেগম
পেশা: শিক্ষার্থী
জন্ম গ্রহণ করেন: Nov. 3, 1999
আহত হন: Aug. 4, 2024
ঘটনা সংঘটনের স্থান: পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে
হাতিয়ার: দেশীয় অস্ত্র
আক্রমণকারী (সন্ত্রাসী): ছাত্রলীগ,আওয়ামী লীগ
শরীরে আঘাত পেয়েছেন: পুরো শরীর
আহত হওয়ার সময় বয়স ছিল: 24 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ৪ঠা আগস্ট আন্দোলনে যাওয়ার পথিমধ্যে ছাত্রলীগ বাহিনী তাঁকে পা থেকে মাথা পর্যন্ত স্টাম্প দিয়ে বাড়ি দেয়। তাঁর দুই পায়ে রামদা দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি আঘাত করতেই থাকে। তারা তাঁর ফোনও নিয়ে নেয়। তাদের একদল গুলি করতে চাইলে তিনি সেখান থেকে সরে আসেন।
সংক্ষিপ্ত জীবনী: মেহেরাজ হোসেন ১৯৯৯ সালের ৩রা নভেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম রেলওয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর কলেজ জীবনে তাঁর বাবাকে হারান। ওমরগণি এমইএস কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি বর্তমানে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারে পড়াশোনা করছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আহত হওয়ার কারণে তিনি চাকরিচ্যুত হন। পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে। আর চাকরি না থাকায় তাঁর পরিবারের বর্তমান অবস্থা সংকটময়।
থাকতেন: পাহাড়তলী বাজার,অগ্রণী ব্যাংক,চট্টগ্রাম
স্থায়ী ঠিকানা: বিজয়করা,তালগ্রাম,চৌদ্দগ্রাম,কুমিল্লা
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"