মোহাম্মদ আবু হাসনাত তানজিদ
পিতার নাম: মো: শাহজালাল
মাতার নাম: রোকেয়া বেগম
পেশা: শিক্ষার্থী
জন্ম গ্রহণ করেন: July 3, 2003
আহত হন: Aug. 4, 2024
ঘটনা সংঘটনের স্থান: শাপলা চত্বর,খাগড়াছড়ি
হাতিয়ার: দেশীয় অস্ত্র
আক্রমণকারী (সন্ত্রাসী): আওয়ামী লীগ
শরীরে আঘাত পেয়েছেন: ডান পা
আহত হওয়ার সময় বয়স ছিল: 21 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: তিনি ৪ ঠা আগস্ট সকাল ৮ টায় খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন। সাড়ে ৯ টার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। লোহার রড দ্বারা নির্যাতন করে। হামলার সময় তাঁর পায়ে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তাঁকে চিকিৎসা দেয়া হয়নি। পরবর্তীতে তাঁকে সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। তাঁর আরও দুটি অপারেশন করতে হবে। তিনি গত ১ মাস ২০ দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সংক্ষিপ্ত জীবনী: ২০০৩ সালের ৩ রা জুলাই আবু হাসনাত তানজিদ জন্ম গ্রহণ করেন। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হন। বর্তমানে খাগড়াছড়ি সরকারি কলেজে ২য় বর্ষের ছাত্র তিনি।
থাকতেন: ইসলামপুর,খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি।
স্থায়ী ঠিকানা: খানপুর,সেনবাগ,নোয়াখালী।
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"