RED JULY

মোঃ মেহেদী হাসান হাওলাদার

পিতার নাম: মো: নাছির হাওলাদার
মাতার নাম: রাবেয়া খাতুন
পেশা: শিক্ষার্থী

জন্ম গ্রহণ করেন: June 1, 2003
আহত হন: July 16, 2024
ঘটনা সংঘটনের স্থান: মুরাদপুর
হাতিয়ার: দেশীয় অস্ত্র
আক্রমণকারী (সন্ত্রাসী): ছাত্রলীগ
শরীরে আঘাত পেয়েছেন: দুই হাত ও পা
আহত হওয়ার সময় বয়স ছিল: 21 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ১৬ ই জুলাই চট্টগ্রামের মুরাদপুরে ছাত্র আন্দোলনে যোগ দেন।তখন ছাত্রলীগ ও আওয়ামীলীগের সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে গুলি ছুড়ে হামলা করে।তখন সেই হামলা প্রতিহত করতে গেলে প্রথম ধাপে তাঁর পায়ে আঘাত পায়। পরে পায়ের প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার আন্দোলনে যোগ দেন। তখন সন্ত্রাসীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে আচমকা হামলা চালালে তাঁর ডান হাত ও বাম হাত ক্ষতিগ্রস্ত হয়। বাম হাত মারাত্মক যখম হয়। নার্ভ সিস্টেমে সমস্যা হয়। চিকিৎসা নিতে মেডিকেল গেলে সেখানে চিকিৎসা না পেয়ে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন এবং সেখানে তাঁর হাতের চিকিৎসা হয়।
সংক্ষিপ্ত জীবনী: মোঃ মেহেদী হাসান হাওলাদার এর ১ জুন ২০০৩ এ জন্ম। ২০১৮ সালে রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস ১০ পাস এবং ২০১৯ সালে ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি পাস করেন। তাঁর এস এস সির পয়েন্ট ৪.১১ এবং এইচএসসির পয়েন্ট ৪.৯২। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজে অর্নাস ২য় বর্ষ অর্থনীতি ডিপার্টমেন্টে অধ্যায়নরত আছেন। তাঁর কোন জব বা কোন ইনকাম সোর্স নেই।
থাকতেন: পুলিশ সুপার বাসভবন সংলগ্ন,সিআরবি,এনায়েত বাজার,কোতওয়ালী,চট্টগ্রাম
স্থায়ী ঠিকানা: গ্রাম/এলাকাঃ জেলা পুলিশ সুপার বাসভবন, সি আর বি। ডাকঘরঃ জিপিও ৪০০০ থানাঃ কোতোয়ালি জেলাঃ চট্টগ্রাম

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"