RED JULY

জাহিন জামান

পিতার নাম: মোহাম্মদ খালেদুজ্জামান
মাতার নাম: জোহরা আবজুন শিউলী
পেশা: শিক্ষার্থী

জন্ম গ্রহণ করেন: April 26, 2008
আহত হন: July 18, 2024
ঘটনা সংঘটনের স্থান: বহদ্দারহাট,চট্টগ্রাম
হাতিয়ার: দেশীয় অস্ত্র,বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): ছাত্রলীগ/যুবলীগ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: কাঁধ,হাত,পা
আহত হওয়ার সময় বয়স ছিল: 16 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: জাহিন জামান গত ১৮ ই জুলাই তারিখে বিকাল ৩ টার দিকে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। সেখানে পুলিশ,বিজিবি ও ছাত্রলীগ চতুর্দিক থেকে তাঁদেরকে ঘেরাও করে গুলি ছুড়তে থাকে। পুলিশ ও বিজিবি এর গুলিতে অনেকে আহত হয়। তখন তিনি ও তাঁর সঙ্গিরা সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যান। এর মাঝেই ছাত্রলীগের গুলিতে জাহিন জামান আহত হন। গুলিটি তাঁর বুকের ডান পার্শ্বে আঘাত হানে,যার ফলে তাঁর ডান হাতের নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর হাত নিস্তেজ হয়ে যায়। তাঁকে আন্দোলনর কিছু বড় ভাই চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে উপযুক্ত চিকিৎসা না দেয়ায় তাঁকে পার্কভিউ হাসপাতালে এবং পরবর্তীতে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অপারেশনে বেশ বড় অংকের চিকিৎসা খরচ প্রয়োজন হয়। দীর্ঘদিন চিকিৎসার পরও তাঁর শরীর থেকে বুলেটটি বের করা সম্ভব হয়নি। যার কারণে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে।
সংক্ষিপ্ত জীবনী: তাঁর জন্ম হয় ঢাকার তেঁজগাও এ। তিনি প্রাথমিক পড়াশোনা শেষ করেন পেরেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজ থেকে। তারপর চট্টগ্রাম সরকারী স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। তিনি বর্তমানে হালিশহর ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এইচএসসি ২য় বর্ষে বিজ্ঞান বিভাগে অধ্যয়ণরত আছেন। নবম শ্রেণীতে থাকা অবস্থায় সুবর্ণ জয়ন্তীতে প্যারেডে তার দল ৩য় স্থান অধিকার করে।
থাকতেন: চাঁন মিঞা,মুন্সি লেইন,ডিসি রোড,চকবাজার
স্থায়ী ঠিকানা: দক্ষিণ দাঁতমারা,ভুজপুর,ফটিকছড়ি,চট্টগ্রাম

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"