নাজমুল সাকিব (মাহিম)
পিতার নাম: হারুন অর রশিদ
মাতার নাম: তাহমিনা আকতার
পেশা: ছাত্র
জন্ম গ্রহণ করেন: Oct. 10, 2007
আহত হন: July 5, 2024
ঘটনা সংঘটনের স্থান: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে
হাতিয়ার: গুলি
আক্রমণকারী (সন্ত্রাসী): যুবলীগ, পুলিশ, আওয়ামিলীগ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: ঘটনার দিন ( ৫ তারিখ) যখন রোড মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য দেবিদ্বারে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে শুনে আমি ফুফুর বাড়ি থেকে না জানিয়ে চলে আসি আন্দোলনে যোগ দেওয়ার জন্য ।
আন্দোলনের মিছিলের এক পর্যায়ে একটি গুলি এসে আমার শরীরে লাগে এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি । গুলিটি তলপেটে গিয়ে বার্স্ট হয়ে পেটের নাড়িভূরি বেড়িয়ে যায় এবং অন্ত্রসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সেখানকার ছাত্ররা আমাকে ধরে দেবিদ্বার সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে এম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে সেখান না রেখে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে ৬ ঘন্টা অপারেশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত অন্ত্রসমূহ কেটে ফেলে দেয় । গত ৯ ই আগস্ট শরীরে ইনফেকশন ও শরীর ফুলে যাওয়ায় আমাকে ICU তে নেয় এবং দুই হাতের Cannula কাজ না করায় ঘারের পাশ দিয়ে ৩ টি পাইপ দিয়ে মেইন শিরায় CV Line করে দেয়
আহত হওয়ার সময় বয়স ছিল: 16 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ঘটনার দিন ( ৫ তারিখ) যখন রোড মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য দেবিদ্বারে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে শুনে আমি ফুফুর বাড়ি থেকে না জানিয়ে চলে আসি আন্দোলনে যোগ দেওয়ার জন্য ।
আন্দোলনের মিছিলের এক পর্যায়ে একটি গুলি এসে আমার শরীরে লাগে এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি । গুলিটি তলপেটে গিয়ে বার্স্ট হয়ে পেটের নাড়িভূরি বেড়িয়ে যায় এবং অন্ত্রসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সেখানকার ছাত্ররা আমাকে ধরে দেবিদ্বার সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে এম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে সেখান না রেখে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে ৬ ঘন্টা অপারেশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত অন্ত্রসমূহ কেটে ফেলে দেয় । গত ৯ ই আগস্ট শরীরে ইনফেকশন ও শরীর ফুলে যাওয়ায় আমাকে ICU তে নেয় এবং দুই হাতের Cannula কাজ না করায় ঘারের পাশ দিয়ে ৩ টি পাইপ দিয়ে মেইন শিরায় CV Line করে দেয় ।
সংক্ষিপ্ত জীবনী:
থাকতেন: হোল্ডিং নং - ১৪৩, ওয়ার্ড নং - ০৫
• দেবিদ্বার পৌরসভা, পোষ্টঃ দেবিদ্বার, থানাঃ দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা
স্থায়ী ঠিকানা: হোল্ডিং নং - ১৪৩, ওয়ার্ড নং - ০৫
• দেবিদ্বার পৌরসভা, পোষ্টঃ দেবিদ্বার, থানাঃ দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"