RED JULY

মুহাম্মদ সফি উদ্দীন

পিতার নাম: মুহাম্মদ জমিল উদ্দীন
মাতার নাম: মোছাইবা বেগম শরিফি
পেশা: ছাত্র

জন্ম গ্রহণ করেন: Dec. 24, 2006
আহত হন: Aug. 4, 2024
ঘটনা সংঘটনের স্থান: নিউমার্কেট,আমতল
হাতিয়ার: বুলেট
আক্রমণকারী (সন্ত্রাসী): ছাত্রলীগ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 1
শরীরে আঘাত পেয়েছেন: কোমরের নিচে
আহত হওয়ার সময় বয়স ছিল: 17 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: গত ৪ঠা আগস্ট ২০২৪ এ তিনি এবং তাঁর ২ জন খুব কাছের বন্ধুসহ ১০ টার দিকে নিউমার্কেট মোড়ে যান। সেখানে সবার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেন। কিছুক্ষণ পর বেলা ১১ টার দিকে পুলিশকে সাথে নিয়ে ছাত্রলীগ আইস ফ্যাক্টরি রোডের দিক থেকে এগিয়ে আসে এবং তাঁদের উপর হামলা করে। পুলিশের টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের কারণে তাঁরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়ে। কিন্তু তাও তাঁরা ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এবং তাতেও ব্যর্থ হন। ঠিক মোড়েই তিনি গুলির মুখোমুখি হন, কিন্তু সৌভাগ্যক্রমে গায়ে লাগেনি। পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়া করতে করতে আমতল আসেন। সেখানে পাথর নিক্ষেপ করতে গিয়ে আবার অস্ত্রের মুখোমুখি হন এবং কোমরে বুলেটের আঘাতে আহত হন। আহত হওয়ার পর তাঁর বন্ধু শফি ও তপু পাশে একটা বাসায় নিয়ে যায়।ঐখানে তাঁরা ৪ ঘণ্টার মতো আশ্রয় নেন। উনারাই তাদের খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে বিকেলে তাঁকে ন্যাশনাল হসপিটালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
সংক্ষিপ্ত জীবনী: মুহাম্মদ সফি উদ্দীন সদ্য এইচএসসি(HSC) দিয়েছেন। বর্তমানে ভার্সিটি 'ক' এর প্রিপারেশন নিচ্ছেন। তিনি তাঁর JSC ও SSC নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পাশ করেন।
থাকতেন: বহদ্দারহাট,জঙ্গি শাহ মাজার,চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানা: চুনতি ইউসুফ মঞ্জিল পাড়া,লোহাগাড়া,চট্টগ্রাম।

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"