আব্দুল্লাহ আল সাহেদ
পিতার নাম: মো: সরোয়ার কামাল
মাতার নাম: ফরিদা বেগম সিকদার
পেশা: ছাত্র
জন্ম গ্রহণ করেন: Jan. 1, 1999
আহত হন: July 18, 2024
ঘটনা সংঘটনের স্থান: বহদ্দারহাট, চট্টগ্রাম
হাতিয়ার: বুলেট,
আক্রমণকারী (সন্ত্রাসী): আওয়ামী লীগ, পুলিশ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 4
শরীরে আঘাত পেয়েছেন: কোমড় ও হাত
আহত হওয়ার সময় বয়স ছিল: 25 বছর।
ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: ১৮ ই জুলাই দুপুর থেকে সংঘর্ষ চলতে থাকে। বিকেলের পর এলোপাতাড়ি গুলি চলে। বিশেষকরে সামনের সারিতে থাকা ছাত্রদের টার্গেট করা হয়। তিনি একাধিকবার টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যায়। টুথপেষ্ট, আগুন ইত্যাদির মাধ্যমে জ্বালাপোড়া কমিয়ে আবার যান। এরপর তাকে টার্গেট করে সাউন্ড গ্র্যানেড ছুড়া হয়। সাউন্ড গ্র্যানেড ফাটার সাথে সাথে তার হাতে থাকা চেইনের ঘড়ি ছিড়ে পড়ে যায়। এবং তিনি কিছুক্ষণ কিছুই শুনতে পারেন নি। এরপর তিনি আবার সামনের সারিতে যান। এবার পায়ে লাগে রাবার বুলেট। তিনি মাটিতে বসে পড়েন। তাকে কয়েকজন ভাই সরিয়ে নেন। এরপর তিনি আবার সামনে যান। এরপর হাতে দুটি রাবার বুলেট বিদ্ধ হলে হাত থেকে রক্ত ঝড়ে। হাতে কাপড় বেধে তিনি সামনেই থাকেন। এরপর একটি গুলি এসে তার কোমড়ের মাঝামাঝি ঢুকে ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। তার কোমড়ের মাংস বের হয়ে যায়। তারপর কয়েকজন ভাই তাকে ভ্যানে করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশের সন্দেহজনক আচরণ দেখে তার পরিবার তাকে পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তার অপারেশন হয়। (বর্ণনায় আহত ব্যাক্তি নিজে)
সংক্ষিপ্ত জীবনী: তাঁর জন্ম হয় কক্সবাজারে।বিবেকানন্দ বিদ্যানিকেতন নামক প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এ ভর্তি হয়ে সেখান থেকেই এসএসসি দেন।৯ম শ্রেণীতে থাকা অবস্থায় কক্সবাজারের 'গণিত সৃজনশীল বিরোধী ছাত্র আন্দোলন'-এ নেতৃত্ব দেন,যা ছিল ১ম বৃহৎ ছাত্র আন্দোলন কক্সবাজার জেলায়।'চট্টগ্রাম মেট্রোপলিটন সায়েন্স কলেজ'-এ ভর্তি হন এবং এইচএসসিতে সেখান থেকেই অংশগ্রহণ করেন ২০১৭ সালে।২০১৮ সালের ৬ ই আগস্ট নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত থাকায় তাঁকে প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয় এবং ২ মাস ২ দিন জেলে রাখ হয়। ২০২০ সালে তিনি আইআইইউসিতে ভর্তি হন এবং ২০২৪ সালে সেখান থেকেই ইংরেজি বিষয়ে অনার্স শেষ করেছেন।বর্তমানে একটি ছোট খাবারের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন।
থাকতেন: ফটিকছড়ি আবাসিক, কয়লা ঘর, অক্সিজেন, চট্টগ্রাম
স্থায়ী ঠিকানা: ঘোনার পাড়া, কক্সবাজার সদর, কক্সবাজার
ছবি ঘর
"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"