RED JULY

নাইমুর রহমান রাব্বি

পিতার নাম: মিজানুর রহমান
মাতার নাম: শেলিনা বেগম
পেশা: ছাত্র

জন্ম গ্রহণ করেন: March 19, 2008
আহত হন: Aug. 4, 2024
ঘটনা সংঘটনের স্থান: নিউ মারকেট ,চত্বর
হাতিয়ার: বুলেট, দেশীয় অস্ত্র
আক্রমণকারী (সন্ত্রাসী): আওয়ামী লীগ
শরীরে বিদ্ধ বুলেট সংখ্যা: 10
শরীরে আঘাত পেয়েছেন: পিঠ, পা, উরু
আহত হওয়ার সময় বয়স ছিল: 16 বছর।

ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: নাইমুর রহমান রাব্বি সকাল সাড়ে ১১ টায় নিউমার্কেট চত্বরে সাধারণ ছাত্রদের সাথে শান্তিপূর্ণ অবস্থান করেন। এমন সময় চারদিক থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ পুলিশের সহযোগিতায় নির্মমভাবে হামলা করে। তখন নাইমকে তারা ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে। তখন তিনি দৌড়ে পালালে তারা পায়ে লক্ষ্য করে গুলি ছুড়ে। তিনি গুলিবিদ্ধ হন। তখন তিনি পড়ে যা্ন। এরপর আওয়ামী সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারতে থাকে। তার মুবাইল ও ছিনিয়ে নেয়। তার সামনে একটা মেয়েকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আরেকজনকে জবেহ করে দেয়। আর তাকে মেরে ফেলার হুমকি দেয় তখন তিনি বেহুশ হয়ে যা্ন। অতপর কয়েকজন ব্যবসায়ী তাকে কাটন দিয়ে ঢেকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। তার সাথে থাকা বন্ধু বাসায় এসে তার পরিবারকে খবর দিলে তারা গিয়ে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। কর্তৃপক্ষের অবহেলার শিকার হওয়ায় তার বাবা তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। তারা তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে রাখে। তিনি এখন মুটামুটি সুস্থ আছেন। তার আরও চিকিৎসা প্রয়োজন।
সংক্ষিপ্ত জীবনী: আহত বীরযোদ্ধার নাম নাইমুর রহমান রাব্বি। তিনি পশ্চিম এলাহাবাদ, মুজাফরাবাদ, চন্দনাইশের একজন স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে নোয়াপাড়া, ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী, চট্টগ্রামে পরিবারের সাথে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। তার পরিবারে মা বাবা আর দুই বোন থাকেন। তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একজন সাধারণ চাকুরীজীবী। বাবার আয়েই পরিবার চলে। তিনি এলাকায় অবস্থিত চট্টগ্রাম নেছারিয়া কামিল এম এ মাদ্রাসায় দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। তিনি ৪ই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিলে স্বৈরাচারের পালিত গুন্ডা বাহিনী তার উপর ঝাপিয়ে পড়ে। আল্লাহর রহমতে সেদিন তিনি বেচে ফিরেন। তিনি এসএসসি ২৫ ব্যাচের পরিক্ষার্থী। সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন ভালোভাবে পরিক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়ে দেশ পুনর্গঠনে ভুমিকা রাখতে পারেন। তার মতো এমন বীরদের আত্মত্যাগে পাওয়া এই স্বাধীন ভূখন্ডে যেন আর কেউ শোষিত না হয় সেই প্রত্যয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।
থাকতেন: নোয়াপাড়া, ৯ নং ওয়ার্ড , উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম
স্থায়ী ঠিকানা: পশ্চিম এলাহাবাদ, মুজাফরাবাদ, ১ নং ওয়ার্ড , চন্দনাইশ , চট্টগ্রাম

ছবি ঘর

"চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"